রাজধানীার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর

SHARE

bus30বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে লাগাতার অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিনেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর মতিঝিলে ২টি এবং বনশ্রী এলাকায় ১টি, লাল বাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

দুপুর পৌনে ২টার দিকে মতিঝিল থানা গলিতে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দিবানিশি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় বাসের চালক ও সহকারী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া দুপুরে রাজধানীর বনশ্রী এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

লালবাগ থানার এসআই জাহিদ সমকাল জানান, দুপুর সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

অবরোধের চলাকালে গত দুইদিন দিনের বেলায় রাজধানী ঢাকা শান্ত থাকলেও সন্ধ্যার পর শুরু হয় সহিংসতা।

বুধবার সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে সাতটি গাড়ি এবং পরে আরও একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে পুরো নগরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।