লায়ন্স চক্ষু হাসপাতাল

SHARE

lions-eye-hospital-online-dhaka-guideলায়ন্স চক্ষু হাসপাতাল বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের একটি গর্বিত প্রকল্প। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অনুমোদিত এই হাসপাতালটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। হাসপাতালটি ৫ তলা বিশিষ্ট এবং মোট ফ্লোরের আয়তান ৬০০০ বর্গফুট। হাসপাতালটি নিজস্ব জমিতে অবস্থিত।

ঠিকানা এবং অবস্থান

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন

লায়ন্স ভবন, বেগম রোকেয়া স্মরণী

আগারগাঁও, ঢাকা-১২০৭।

ফোন: +৮৮-০২-৯১৩১৯৯০,+৮৮-০২-৮১১০৮৯৪, +৮৮-০২-৮১৫৭১৫২।

ফ্যাক্স: +৮৮-০২-৮১৫৭১৫২।

ইমেইল: blf@blfbd.org

ওয়েব: www.blfbd.org

আগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত।

লক্ষ্য এবং উদ্দেশ্য

হাসপাতালটির লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ নিম্নরুপ:

সুলভে এবং স্বল্প মূল্যে Quality Eye Care Service প্রদান।
চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ তৈরী করা।
চোখের যত্ন এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতিসাধন।

ডাক্তার

এখানে সর্বমোট ডাক্তার রয়েছেন ৩৫ জন। এদের মধ্যে স্থায়ীভাবে রয়েছেন ২০ জন্য এবং অস্থায়ীভাবে রয়েছে ১৫ জন। সাধারনত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাক্তারগন রোগী দেখে থাকেন। নিম্নে কয়েকজন ডাক্তারের নাম উল্লেখ করা হলো:

Name of the Doctors

Designation

Educational Qualification

Prof. Brig Gen (Retd.) Nazrul Islam

Director cum Chief Consultant

MBBS – 1972 D.O. – 1979 FCPS – 1989

Prof. Dr. Md. Abul Bashar Sheikh

Professor of Ophthalmology

MBBS – 1986 FCPS(Oph) – 1998

Dr. Muhammad Ziaul Karim

Associate Professor

MBBS – 1976 D.O. – 1998 FCPS – 2004

Dr. Md. Mahbubar Rahman

Associate Professor

MBBS – 1980 DO – 1985 MPH (Oph)- 2006

Dr. Md. Shahidul Haque

Assistant Professor

MBBS – 1976 DOMS – 1984

Dr. Liakat Ali Talukder

Assistant Professor

MBBS – 1982 DO – 1996

Dr. Salma Parvin

Assistant Professor

MBBS – 1990 D.O. – 1999 FCPS – 2007

Dr. San Yaat Rabbi

Resident Surgeon (Assistant Professor)

MBBS – 1995 D.O -2004 MCPS – 2005

Dr. Kamal Sultan

Pathology Consultant

MBBS, M. Phil (Path)

Dr. S.M. Sarwar

Anaesthesiology Consultant

MBBS-1989 Grading Course in Anaesthilogy-1995 in AMC

Dr. Rezaul Karim

Sr. Consultant

MBBS 1982 MCPS(Opth)-1996 DO Passed 1997

Dr. Abul Hossain

Consultant
2001-09-10

MBBS – 1986 DO – 2001

Dr. Yasmin Jahan

Jr. Consultant cum Registrar

MBBS – 1986 DO – 2007

Dr. Md. Abu Afza

Jr. Consultant

MBBS – 1978 DOMS – 1983

Dr. Rajeeb Alam

Jr. Consultant

MBBS- D.O.- FCAS (LVPEI)-

Dr. Rejaul Karim

Sr. Medical Officer

MBBS – 1970

Dr. Sohana Sharmin Gazi

Sr. Medical Officer

MBBS – 1997 DO – 2008 MCPS-2008

Dr. Md. Syed Jahangir Kabir

Sr. Medical Officer

MBBS DO – 2008

Dr. Anowar Hossain Sarker

Medical Officer

MBBS DO

Dr. Rinku Paul

Medical Officer

MBBS – 2001 DO – 2009

Dr. Mahmooda Rahman

Medical Officer

MBBS, DO, MCPS

Dr. Md. Faizur Razzaque Khan

Medical Officer

MBBS

Dr. Tanvir Ahmed

Medical Officer

MBBS

Dr. Quamrul Hassan Ruben

Medical Officer

MBBS

Dr. Sabera Sultana

Medical Officer

MBBS, D.O.

Dr. Wahida Parveen

Dental Surgeon

BDS PGT(DDCH)

Dr. Faria Khirun

Dental Surgeon

BDS

Dr. A Bulbul

Dental Surgeon

BDS PGT

Dr. Omar Jafarullah

Honorary Medical Officer

MBBS

Dr. Rajibul Islam

Honorary Medical Officer

MBBS

চিকিৎসা সেবা

এখানে চোখের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। তন্মধ্যে শিশুর চোখের বিভিন্ন সমস্যা, চোখে আঘাত পাওয়া, চোখের লেন্স এলোমেলো, একটি চোখ আরেকটি চোখ থেকে ছোট, বয়সজনিত চোখের সমস্যা, চোখে ঘোলা দেখা, চোখে ছানি পড়া, চোখের কর্ণিয়াজনিত সমস্যা, চোখের রেটিনা সংক্রান্ত সমস্যা, চোখে ঝাপসা দেখা, চোখে ঘা হওয়া, চোখ ওঠা, চোখের এ্যালার্জী, চোখ জ্বালা-পোড়া, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে গুটি ওঠা, চোখর কালো মণিতে সাদা দাগ, ব্যাথা হওয়া, আলো সহ্য করতে না পারা, দৃষ্টি কমে যাওয়া, চোখে উচ্চচাপজনিত স্নায়ুরোগ, গ্লুকোমা রোগ ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।

চিকিৎসার প্রয়োজনে এখানে চোখের ইসিজি, এক্সরে এবং চোখের আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য টেষ্ট করানো হয়। এক্সরে করতে খরচ ৩০০ টাকা, আল্ট্রাসনোগ্রাম করতে খরচ ৫০০ টাকা এবং ইসিজি করতে খরচ হয় ২০০ টাকা।

এখানে চোখের বিভিন্ন অপারেশন করা হয়। তন্মধ্যো উল্লেখযোগ্য হলো- লেন্সসহ ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, নেত্রনালী, অঞ্জলী এবং বাঁকা চোখ সোজা করা ইত্যাদি। লেন্সসহ ছানি অপারেশন করতে খরচ ৪০০০ টাকা, ফেকো অপারেশন করতে খরচ হয় ৬৫০০ টাকা, গ্লুকোমা অপারেশন ৩৫০০ টাকা, অঞ্জলী চিকিৎসা করতে খরচ ৮০০ টাকা এবং টসিস এর খরচ পড়ে ৭০০০ টাকা।

ওয়ার্ড, কেবিন এবং ভাড়া

এখানে মোট কেবিন সংখ্যা ২০ টি। কেবিন ভাড়া (সিঙ্গেল) ২০০০ টাকা এবং (ডাবল) ২৫০০ টাকা। এসি কেবিন (সিঙ্গেল) ২৫০০ টাকা এবং (ডাবল) ৩০০০ টাকা।
মোট ওয়ার্ড রয়েছে ১৫ টি। ওয়ার্ড (সিঙ্গেল) ভাড়া ১২০০ টাকা এবং (ডাবল) ৩০০০ টাকা।

নার্স এবং ব্রাদার

এখানে চিকিৎসা সেবায় নিয়োজিত নার্স রয়েছেন মোট ৩০ জন এবং ব্রাদার রয়েছেন মোট ১৫ জন।

বহির্বিভাগ

হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে বহির্বিভাগে রোগী দেখা হয়। বহির্বিভাগে প্রত্যেক দিন বসেন অভিজ্ঞ এবং স্বনামধন্য ডাক্তার, কনসালটেন্ট এবং সার্জনসহ চক্ষু বিশেষজ্ঞ। বহির্বিভাগে ডাক্তার দেখাতে হলে রোগীকে ৩০ টাকা পরিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ রোগী দেখার মতো ব্যবস্থা রয়েছে। বহির্বিভাগ ছাড়াও এখানে রয়েছে দাঁত, সাইকোথেরাপী, নাক-কান-গলা, মা ও শিশু স্বাস্থ্য বিভাগ।

অপটিক শপ

এখানে নিজস্ব চশমার দোকান রয়েছে। দোকানটিতে দেশী-বিদেশী চশমা, চশমার গ্লাস এবং ফ্রেম বিক্রি হয়। এখানে রোগের বর্ননা অনুযায়ী চশমা বিক্রি করা হয়। গরীব এবং অসহায় রোগীর নিকটে সুলভে চশমা বিক্রয় করা হয়। অপটিক শপটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। রবিবারে এটি বন্ধ থাকে।

হাসপাতাল ফার্মেসী

১৯৯৮ সালে হাসপাতালে নিজস্ব ঔষধের দোকান খোলা হয়। এখানে দেশী-বিদেশী বিভিন্ন প্রকার চোখের ঔষধ বিক্রি করা হয়। গরীব এবং অসহায় রোগীদের নিকট ঔষধ সুলভে বিক্রি করা হয়। ফার্মেসীটি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে। রবিবারে এটি বন্ধ থাকে।

রোগী ভর্তি

হাসপাতালের নিচতলায় রয়েছে অনুসন্ধান ডেস্ক। এখানে ৪০ টাকার বিনিময়ে ফরম কিনতে হয়। রোগ এবং রোগীর প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে ফরমটি জমা দিতে হয়। প্রয়োজনে অনুসন্ধান ডেস্কে যোগাযোগ করতে হয়। যোগাযোগ নম্বর: ৯১৩১৯৯০।

এ্যাম্বুলেস সুবিধা

এখানে নিজস্ব এ্যাম্বুলেন্স রয়েছে ২টি। দূরত্ব এবং সময়ের উপর নির্ভর করে এ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারিত হয়।

খোলা-বন্ধের সময়সূচী

হাসপাতালটি প্রতিদিন রাত-দিন ২৪ ঘন্টা খোলা থাকে। রবিবারে বন্ধ থাকে।

গাড়ি পার্কিং ব্যবস্থা

হাসপাতালের নিজস্ব গাড়ি পার্কিং প্লেস রয়েছে। এখানে ৪০টি গাড়ি পার্ক করা যায়। গাড়ি পার্ক করতে গাড়ী প্রতি চার্জ দিতে হয় ১০ (১ ঘন্টা) টাকা।

নিরাপত্তা ব্যবস্থা

এখানে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।