পাক-ভারত সীমান্তে গুলিবিনিময়ে আমেরিকার উদ্বেগ

SHARE

paskiপাকিস্তান ও ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ের গুলিবিনিময়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।সোমবার আমেরিকা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন পাসকি বলেন, “ইসলামাবাদ ও দিল্লিকে সংলাপে বসার আহবান জানাচ্ছে আমেরিকা।”

পাসকি বলেন, “দু’দেশের সীমান্তে চলা উত্তেজনাকর পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন আমেরিকা।” গুলিবিনিময়ে নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আমাদের হৃদয় তাদের পাশেই রয়েছে।”

অপর এক প্রশ্নের জবাবে পাসকি বলেন, “আমরা সব সময়ই সংলাপের জন্য ভারত-পাকিস্তানকে তাগিদ দিয়ে আসছি। দু’দেশের সম্পর্কের উন্নয়নে আরো কাজ করতে হবে।”