স্থপতি রবিউলের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রবিউল আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

প্রধানমন্ত্রী আজ বিকেলে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। তিনি কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও সান্তনা দেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে এক শোক বার্তায়, শেখ হাসিনা রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক ও বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।

প্রধানমন্ত্রী বলেন, রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোট গল্প লেখক, প্রবন্ধকার ও সংস্কৃতিক কর্মী ছিলেন।

শেখ হাসিনা বলেন, পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি বলেন, রবিউল হুসাইন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

রবিউল হুসাইন মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।