বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে ‘হ্যাপি’ রুবেল

SHARE

বেশ কয়েক সপ্তাহ ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছিল না বাংলাদেশের পেসার রুবেল হোসেনের৷ তবে এবার খুশির খবর তার জন্য৷ তার ভক্তদের জন্যও৷ বিশেষ করে হ্যাপি-রুবেল ইস্যুতে যারা রুবেলের পাশে দাঁড়িয়ে তার জন্য মাতব্বরি করছেন৷ আসন্ন ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা করে নিলেন রুবেল হোসেন৷ এই খবরে অন্তত আজকে রাতটা একটু শান্তিতে ঘুমোতে পারবেন বাংলাদেশের এই তরুণ পেসার৷image_112744_0

সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা-এই দুটি জিনিসই নির্বাচকেরা মাথায় রেখেছিলেন বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার ক্ষেত্রে। সেদিক দিয়ে খুব বেশি চমক নেই দলটিতে। কিন্তু ইমরুল কায়েসের জায়গায় সৌম্য সরকারকে বেছে নেওয়া, কিংবা তাইজুলের পাশাপাশি অভিজ্ঞ আবদুর রাজ্জাকের জায়গায় আরাফাত সানিকে দলে নেওয়ার ব্যাপারটিকে যদি কেউ চমক বলতে চান, বলতে পারেন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তাজা। মাশরাফির ডেপুটি হিসেবে থাকছেন সাকিব আল হাসান। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করেন।

‘প্রতারক’ রুবেলর দলে জায়গা পাওয়া নিয়ে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ‘ধর্ষিতা’ হ্যাপির৷ তবে এই খবর রুবেলকে হ্যাপি করলেও, হ্যাপিকে যে আনহ্যাপি করবে তা বলাই বাহুল্য৷ এদিকে কিছুটা অভিমানের সঙ্গেই বর্তমান সময়ে ঢলিউডের আলোচিত অভিনেত্রী হ্যাপি বলেন ‘বেশির ভাগ মানুষই আমাকে দোষারোপ করছেন, বুঝছেন ভুল। অথচ ফাঁসিতে ঝোলালেও রুবেল এখন আর আমাকে বিয়ে করবে না।’

তিনি আরও বলেন, ‘এখন আমি মানসিকভাবে অনেক শক্ত। নিজেকে আরও শক্ত করার চেষ্টা করছি। লক্ষ্য একটাই, ন্যায়-বিচার আদায় করা। যারা আমার সমালোচনা করছেন তাদের বলতে চাই, এবার বোঝা যাবে কে সত্য কে মিথ্যা। কারণ, আদালত রুবেলের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।’

বিসিবি’র বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক হ্যাপি ও রুবেলকে নিয়ে সমঝোতা বৈঠকের চেষ্টা চালাচ্ছেন। এমন গুঞ্জনের বিষয়টি অস্বীকার করে হ্যাপি বলেন, ‘এগুলো বাতাসে ভেসে বেড়ানো গুজব। এসবে কান না দেওয়াই ভালো। এরকম কোনো ঘটনা ঘটলে সবাই জানতে পারবেন। তা ছাড়া আমি তো আগেই বলেছি, রুবেল এখন আর আমাকে বিয়ে করবে না।’

হ্যাপি আরও বলেন, ‘প্রত্যেকের বেসিক কিছু কোয়ালিটি রয়েছে যা একজনের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এসবের কোনও কিছুই রুবেলের মধ্যে নেই। তা ছাড়া শিক্ষাটাও একটা বড় ব্যাপার। ও যদি বুঝত তাহলে বিষয়টা এত দূর গড়াত না। অল্পতেই অনেক কিছু পেয়েছে, তাই এমনটা করে ফেলেছে। অনেকেই আমার দিকে আঙুল তুলছেন প্রেম করার আগে বিষয়টি ভাবিনি কেন? আসলে আবেগের কাছে কোনও কিছুই আটকায় না, আমার বেলাও তাই হয়েছে। সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে। কিন্তু ধনীর দুলালদের কারণে অনেকেই প্রকাশ করতে সাহস পায় না। আমি না হয় একটু ব্যতিক্রম।’

রুবেলের ডিএনএ পরীক্ষা বিষয়ে হ্যাপি বলেন, ‘এবার সত্য উন্মোচন হবেই। কারণ, ফরেন্সিক রিপোর্টে রুবেল ও আমার সম্পর্কের পুরো বিষয়টা পরিষ্কার হয়নি। এখন ও আর পার পাবে না। কারণ, ডিএনএ পরীক্ষা কখনও ভুল তথ্য দিতে পারে না।’

হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানান, ‘‘ডিএনএ হলো বংশগত বা জন্মগত উপাদান। তাই এই উপাদানকে কেমিক্যাল স্টোর হাউস বলা হয়। ডিএনএ পরীক্ষা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সারবাহ বনাম হোম অফিস’ মামলার মাধ্যমে প্রচলন শুরু হয় এবং কার্যকর বলে গণ্য হয়। এ ছাড়া আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির যৌন কেলেঙ্কারির বিষয়টিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হয়। তাই এই মামলায়ও ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়েছি। শুনানি শেষে আদালত ডিএনএ পরীক্ষার অনুমতি দেন।’-ওয়েবসাইট