খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন উবার প্রধান

SHARE

সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করার বদলে, সৌদি সরকার ‘ভুল করে ফেলেছে’ বলে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন অ্যাপভিত্তিক ক্যাব সংস্থা উব‌র’র কর্ণধার দারা খোসরোশাহি। তা নিয়ে সমালোচনার মুখে পড়ে সোমবার নিজের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, জামাল খাশোগির সঙ্গে যা হয়েছে, তা ক্ষমা করা যায় না। ভুলার প্রশ্ন তো ওঠেই না। এই ঘটনাকে নেহাত ভুল বলে উল্লেখ করা একেবারেই উচিত হয়নি আমার।

উবার প্রধান বলেন, কিছু না ভেবে সেই মুহূর্তে ওই কথা বেরিয়ে গিয়েছিল আমার মুখ থেকে। কিন্তু বিনিয়োগকারীরা আমার অবস্থান ভালো মতোই জানেন। সঠিকভাবে তা বোঝাতে না পারার জন্য দুঃখিত আমি।

গত রবিবার একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই বিতর্ক বাধিয়ে বসেন খোসরোশাহি। জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সৌদি সরকার তো ভুল স্বীকার করেছে! সব মানুষেরই ভুল হয়। তার অর্থ এই নয় যে, কোনোদিন তাদের ক্ষমা করা যাবে না। এই মন্তব্য নিয়ে হইচই পড়ে যাওয়াতেই শেষমেশ ক্ষমা চেয়ে নিলেন খোশরোশাহি।