রোমের পাথর বাঁধানো রাস্তাকে পিচঢালা করার প্রস্তাব

SHARE

রোমের ঐতিহ্যবাহী পাথর বাঁধানো রাস্তা থেকে পাথর তুলে পিচঢালা পথে পরিণত করার প্রস্তাবে নগরীর অনেক মানুষ ক্ষুব্ধ।image_112599_0

সিটি কাউন্সিলের একজন নতুন কাউন্সিলর এই প্রস্তাবটি দেন শহরের রাস্তাগুলো যানবাহন এবং পথচারীদের জন্য আরও নিরাপদ করার লক্ষ্যে।

কাউন্সিলর মাউরিজিও পুচ্চি বলেন, এতে সড়ক রক্ষণাবেক্ষণের খরচও কমবে। আর যেসব কোম্পানি এই সড়ক উন্নয়নের কাজ করবে, তারা এই কাজের বিনিময়ে পাথরগুলো তুলে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে।

কিন্তু রোমের মতো একটি ঐতিহাসিক শহরের নগর কেন্দ্রের রাস্তার আধুনিকায়নের এই প্রস্তাব তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

রোমের ঐতিহাসিক কেন্দ্রগুলোর বেশিরভাগ রাস্তা পাথর বাঁধানো। সেই পাথর বাঁধানো রাস্তার ওপর দিয়েই গাড়ি চলে। রোমের ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয় এই পাথর বাঁধানো রাস্তা।

ইন্টারনেটে নানা ব্লগে আর সোশ্যাল মিডিয়ায় এই প্রস্তাব নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। অনেকে নানা মজার মন্তব্যও করছেন।

একজনের মন্তব্য, “এই চোরেরা এখনো সবকিছু সাফাই করতে পারেনি, এখন নজর দিয়েছে আমাদের রাস্তার পাথরগুলোর দিকে। দয়া করে এগুলোতে হাত দিও না।”

আরেকজনের সরস মন্তব্য, “শুধু রাস্তা কেন, কলোসিয়াম সহ রোমের আর সব ঐতিহাসিক নিদর্শনও চীনাদের কাছে বিক্রি করে দেয়া হোক। যারা কিনবে, তারা সঙ্গে বোনাস হিসেবে পাবে রোম সিটি কাউন্সিলের এই নতুন কাউন্সিলরকে, একেবারে বিনামূল্যে।”- বিবিসি