কক্সবাজারে র‌্যাবের অভিযানে ৮ লাখ ইয়াবার বৃহত্তম চালান আটক

SHARE

কক্সবাজারে এবার আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এত বড় ইয়াবার চালান উদ্ধার হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক চল্লিশ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্র সৈকত থেকে এ ইয়াবার চালানটি আটক করেছে নবগঠিত র‌্যাব-১৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক ব্রীজের পশ্চিমে সমুদ্র সৈকতের দিকে র‌্যাব ১৫-এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। আটক ব্যক্তির নাম জামাল হোসেন (২২)। তিনি মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা। তার পিতার নাম মো. হোছেন। এ ঘটনায় নূর হাফেজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়, যাদের ধরতে অভিযান চলছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কক্সবাজার সদর উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।