আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

SHARE

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর ৫ অক্টোবর শনিবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে।

হিলি কাস্টমস সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখে।

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের সাত দিনের ছুটি ঘোষনা শেষ হওয়ায় আজ শনিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম যথারীতি চলছে। শনিবার খুব সকাল থেকেই বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।