খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

SHARE

খুলনার ডুমুরিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিকাশ কুমার দে (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, বিকাশ চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিকাশের বাড়ি উপজেলার কৈয়া বাজার এলাকায়। র‍্যাবের ভাষ্য, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, মাদকসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

খুলনা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সহকারী পুলিশ সুপার (এএসপি) সমীর সরকার বলেন, ধানিবুনিয়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কয়েকটি গুলি বিনিময়ের পর পিছু হটে মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় বিকাশকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি শুটার গান, পিস্তলের একটি ম্যাগাজিন, পিস্তলের তিনটি গুলি, বন্দুকের তিনটি গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সমীর সরকার।