কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

SHARE

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ দুই দেশের জনগণ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মায়ানমার হয়ে চীনের কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বঙ্গভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ কথা বলেন।বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।image_111915_0

রাষ্ট্রপতি বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার (বিসিআইএম) নিয়ে বিসিআইএম অর্থনৈতিক করিডোর গঠনে অগ্রণী ভূমিকা পালনে চীনের প্রশংসা করেন।

তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বড় ধরনের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ।

বাংলাদেশে শ্রম নির্ভর শিল্প কারখানা গড়তে চীন সরকার তাদের দেশের আরো বেশি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দিয়ে ওয়াং ই বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার জন্য আমাদের আরো ঘনিষ্ঠ ও সহযোগিতার অংশীদারিত্ব তৈরি করতে হবে।’

পররাষ্ট্র সচিব শহিদুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং রাষ্ট্রপতির দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।–বাসস