মীনা বাজার

SHARE

meena-bazar-online-dhaka-guideদেশের অন্যতম রিটেইল চেইন সুপার শপ মীনা বাজার ২০০২ সালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগে ১টি করে শাখা নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এই সুপার শপটির ১৭টি শাখা রয়েছে। শাখাগুলোর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও খুলনাতে ১টি করে মোট ৩টি শাখা এবং বাকি ১৪টি শাখা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এদের প্রধান শাখা ও কর্পোরেট অফিস ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত। ঢাকা ও চট্টগ্রামের ২২০ টি স্থানে এই সুপার শপটির হোম ডেলিভারী ব্যবস্থা রয়েছে।

কর্পোরেট অফিস

হাউজ-৪৪, রোড-২৭, ধানমন্ডি, ঢাকা।

ফোন: ৯১৩৯৮৪৯, ০১৮৪১-৭০০৭২৪

ওয়েবসাইট: www.meenabazar.com.bd

অন্যান্য শাখা

শাখার নাম

ঠিকানা ও যোগাযোগ

ধানমন্ডি শাখা

হাউজ-৪৪, রোড-২৭, ধানমন্ডি, ঢাকা।

ফোন: ৯১৩৯৮৪৯ (জেনারেল), ০১৮৪১-৭০০৭২৪ (ম্যানেজার)

আসাদ এভিনিউ শাখা

এফ.কে টাওয়ার, ৭৭/সি, আসাদ এভিনিউ, ঢাকা।

ফোন: ৯১৩৭১৬৫ (জেনারেল), ০১৮৪১-৭০০৭২৬ (ম্যানেজার)

আজিমপুর শাখা

কায়সার টাওয়ার, ২৭/বি/৩-এ, ঢাকেশ্বরী রোড, লালবাগ, ঢাকা।

ফোন: ৮৬২০১৪৪ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৪৩ (ম্যানেজার)

বনানী শাখা

হাউজ – ৭৬/এ, ব্লক নং – এম, রোড নং- ১১, বনানী, ঢাকা।

ফোন: ৮৮৩৫৮৬৪ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৩৩ (ম্যানেজার)

মোহাম্মদপুর শাখা

হাউজ-১৯, রোড-০২, মেইন রোড, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর ঢাকা।

ফোন: ০১৮৪১-৭০০৭২২ (জেনারেল), ৯১৩৭১৬৫ (ম্যানেজার)

সাত মসজিদ রোড শাখা

৭৪১, সাতমসজিদ রোড, এলিট সেন্টার, ঢাকা।

ফোন: ৮১৫২০৮৫ (জেনারেল), ০১৮৪১-৭০০৭০৯ (ম্যানেজার)

কুড়িল শাখা

ক-৭০, প্রগতী স্মরণি, বিশ্বরোড, কুড়িল, ঢাকা।

ফোন: ৮৪১৫৩৬৪ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৩৩ (ম্যানেজার)

মিরপুর (পল্লবী) শাখা

২৬/বি, মেইন রোড পল্লবী, মিরপুর ১১, ঢাকা।

ফোন: ৯০০৯৭৩২ (জেনারেল), ০১৮৪১-৭০০৭০৬ (ম্যানেজার)

মগবাজার শাখা

২০৮, নিউ ইস্কাটন, বড় মগবাজার, ঢাকা।

ফোন: ৯৩৫৫৪৫৩ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৪১ (ম্যানেজার)

শ্যামলী রিং রোড শাখা

প্লট নং – ২৬/২৭, আদর্শ ছায়ানীড় হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা।

ফোন: ৯১০৩১৮৪ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৩৭ (ম্যানেজার)

শান্তিনগর শাখা

আইডিয়াল পয়েন্ট, শান্তিনগর, ঢাকা।

ফোন: ৮৩০১০২৭ (জেনারেল), ০১৮৪১-৭০০৭২৫ (ম্যানেজার)

উত্তরা-১১ শাখা

প্লট নং-৪১, গরীবে-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯৯১৩৪১ (জেনারেল), ০১৮৪১-৭০০৭০৭ (ম্যানেজার)

চট্টগ্রাম শাখা

১৩৬/এ, পূর্ব নাসিরাবাদ, ষোলশহর, চট্টগ্রাম।

ফোন: ০৩১-২৫৫২৩০১ (জেনারেল), ০১৮৪১-৭০০৭১৩ (ম্যানেজার)

খুলনা শাখা

পাওয়ার হাউজ মোড়, খান-ই-সবুর রোড, খুলনা।

ফোন: ০৪১-৮১৩৩০৬ (জেনারেল), ০১৮৪১-৭০০৭০২ (ম্যানেজার)

উত্তরা ১১ শাখা

প্লট নং # ৪১, গরিব-এ-নেওয়াজ এভিনিউ, সেক্টর # ১১, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯৯১৩৪১ (জেনারেল), ০১৮৪১-৭০০৭০৭ (ম্যানেজার)

উত্তরা ১৪ শাখা

গাউসুল আজম এভিনিউ রোড, সেক্টর # ১৪, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯২১১৬৪ (জেনারেল), ০১৮৪১-৭০০৭৪২ (ম্যানেজার)

সিলেট শাখা

মীরা বাজার, সিলেট।

ফোন: ০২-৮২১৭২৮৪২৫ (জেনারেল)

মূল্য পরিশোধ:

মিনা বাজার সুপার শপের সকল শাখাতে ক্যাশের পাশাপাশি সব ধরনের এটিএম কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে।

হোম ডেলিভারী:

মিনা বাজার এর সকল শাখাতে হোম ডেলিভারী সার্ভিস প্রদানের ব্যবস্থা রয়েছে। এজন্য অনলাইনে পণ্যের অর্ডার প্রদান করতে হয়। www.meenabazar.com.bd এই ঠিকানায় গিয়ে লগইন করে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর সেই অ্যাকাউন্টের মাধ্যমে পণ্যের অর্ডার প্রদান করে এটিএম কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে হয়। অর্ডার প্রদানের পর অর্ডার সরবরাহের ক্ষেত্রে ২৪ ঘন্টা সময় নেওয়া হয়। তবে যত শীঘ্র সম্ভব পণ্য সরবরাহ করার চেষ্টা করা হয়। ঘরে বসে হোম ডেলিভারী সার্ভিস পাওয়ার জন্য প্রতি অর্ডারে পণ্যের মূল্যের সাথে অতিরিক্ত ৩০০ টাকা ডেলিভারী চার্জ পরিশোধ করতে হয়। সেটা ১০০ টাকার অর্ডার হোক বা ১,০০,০০০ টাকার অর্ডার হোক। সকল ক্ষেত্রে প্রতি ডেলিভারীতে ৩০০ টাকা ডেলিভারী চার্জ পরিশোধ করতে হয়।

পণ্য পরিবর্তন:

অনলাইন স্টোর থেকে ক্রয়কৃত পণ্য ফেরত বা পরিবর্তন করা যায় না। অনলাইন স্টোর থেকে ক্রয়কৃত পণ্য ডেলিভারী নেওয়ার সময় ভালো করে চেক করে নিতে হয়। যদি কোনো কারণে পণ্য সন্তোষজনক না হয় তাহলে সাথে সাথে ডেলিভারী ম্যানের কাছে ফেরত দিতে হয়। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে ডেলিভারী ম্যান একই ধরনের নতুন আরেকটি পণ্য সরবরাহ করে থাকে। যদি অনলাইনে অর্ডারকৃত পণ্যের ডেলিভারী যে ঠিকানায় প্রদান করা হবে সেটি ভুল হয় বা টেলিফোনে যোগাযোগ সম্ভব না হয় বা ডেলিভারী গ্রহণ না করা হয় তাহলে নির্দিষ্ট সময় পরে সেই অর্ডার বাতিল করা হয় এবং পরিশোধিত টাকা ফেরত দেওয়া হয় না। অনলাইনে পরিশোধিত মূল্য কোনো অবস্থাতেই ফেরত প্রদান করা হয় না।

সরাসরি স্টোর থেকে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে কোনো কারণে পণ্য পরিবর্তনের প্রয়োজন হলে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হয়। তবে এক্ষেত্রে যে পণ্যটি পরিবর্তন করা হবে সেটি সম্পূর্ণ অক্ষত থাকতে হবে। কোনো অবস্থাতেই পণ্য মূল্য ফেরত দেওয়া হয় না।

মেম্বারশীপ গ্রহণ:

মিনা বাজার এর সকল শাখাতে মেম্বারশীপ গ্রহণ এর ব্যবস্থা রয়েছে। এজন্য নির্দিষ্ট শাখাতে ২০০ টাকা ফি প্রদান করে মেম্বারশীপ কার্ড গ্রহণ করা যায়। এই টাকা মূলত মেম্বারশীপ কার্ড তৈরি করার জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে একজন মেম্বারের প্রতি ১০০ টাকা ক্রয়ের বিপরীতে তার নামে ১ পয়েন্ট করে জমা হবে। প্রতি ১ পয়েন্ট সমান ১ টাকা।

খোলা-বন্ধের সময়সূচী:

প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত খোলা থাকে।

প্রাপ্ত পণ্য সামগ্রী

বেকারী সামগ্রী

ল্যাভেন্ডার সুগার ফ্রি ব্রেড

ফ্রেশ হোম মেড ফ্রুট কেক

স্মার্ট হার্ট সি এন্ড টি এডাল্ট ক্যাট ফুড

প্রেস্টিজ ঝাল টোস্ট

প্রাণ গ্লুকোজ প্যাকেট বিস্কুট

গোয়ালিনি লে গোর্মেট এ্যাসর্ট চকো

ফ্রেশ হোম ডেম নান স্পেশাল

লন্ডন স্নো পাই কেক

সিমসেক ফ্রুটস কেক

প্রাণ টিফিন কেক ভ্যানিলা

আদিব স্পেশাল টোস্ট

ডেইরী সামগ্রী

ম্যাক্স ফ্রেশ বোরহানী

গ্যান্ড অর গোওদা চিস বাল্ক

আলমারাই ক্রীম চিস গ্লাস

ফ্লোরা মার্গারিন

ম্যাক্স ফ্রেশ মাঠা

তাসলিমা নকশী পিঠা

মৌরী শাহী খাজা মাওয়া

আড়ং বাটার

ক্যামেল চিসনাট

হোম ব্যান্ড চিক পিয়াস হালুয়া

মিয়াও মিয়াও ওনিয়ন রিংস

ডেইরী সামগ্রী

আফতাব চিকেন ডার্মস্টিক

গোল্ডেন হার্ভেস্ট ফ্রেঞ্চ ফ্রাই

এ.কে ভেজিটেবল নাগেটস

রিচ টিউব আইস

ব্র্যাক বার্গার পেটিস

এ.কে ফিলাফেল

গোল্ডেন হার্ভেস্ট রাইস রুটি

মীনা বিফ সমুচা

ব্র্যাক চিকেন নাগেটস

ক্রাফ্ট সিঙ্গেলস রেগুলার চিস

প্যাসিফিক ওয়েস্ট টেম্পুরা ফিস ফিলেটস

গোল্ডেন হার্ভেস্ট ফিস বল

এ.কে বীফ শিক কাবাব

ফল এবং সবজি

আনার

নেশপাতি (সাদা)

তরমুজ

মুলা

বেগুন

লেবু

করোল্লা

আলু

লাউ

বাধাকপি

মাশরুম ড্রাই প্যাক

থাই স্ট্রবেরী

আপেল

কমলালেবু

গ্রোসারী পণ্য

নর ক্ল্যাসিক টমেটো সুপ

আদিব নিমকি বিস্কুট

ল্যাভেন্ডার মিষ্টি বিস্কুট

কাবাব চিনি

শাহী জিরা

মোরব্বা

প্রভাতী কালোজিরা

প্রভাতী ইশুবগুল ভুষি

হেলথ এন্ড বিউটি পণ্য

সেনোরা কনফিডেন্স প্যান্টি

স্যাভলন ফ্রিডম রেগুলার এফ/বি সিস্টেম

উইশপার চয়েস রেগুলার

ফারলিন ব্যাবি প্যান্টস এস বিএফ-৫৩২

ওলে নাট হোয়াইট রিচ ফেয়ার ডে ক্রীম

পেনটিন প্রো-ভি শ্যাম্পু

সানসিল্ক শ্যাম্পু

ডাভ শ্যাম্পু

লরে এল ভাইভ রি নাট শ্যাম্পু

রেভলন ফ্লেক্স শ্যাম্পু

পেনটিন স্মুথ এন্ড সিল্কি শ্যাম্পু

ভীট সুপ্রিম এসেনসিয়াল হেয়ার রিমোভাল ক্রীম

সফট এন্ড ব্রাইট হেয়ার সিরাম

সুপার ভাসমল ৩৩ হেয়ার কালার

গেটসবাই হেয়ার জেল গ্রীন

ভাটিকা কোকোনাট হেয়ার অয়েল

গৃহস্থালী পণ্য

এ্যানজেলিক এয়ার ফ্রেশনার

কনকর্ড এয়ার ফ্রেশনার (রোজ)

স্পিং এয়ার ফ্রেশনার (ফ্লোরাল)

ফে এয়ার ফ্রেশনার (লিলি)

ক্যান্ডেল বিগ বক্স

ভিম ডিসওয়াশ বার

ফ্রেশটোন ব্লিচিং পাউডার

গুড মেইড উইজ ক্রীম ক্লিনজার রেগুলার

ডেটল এ্যান্টিসেপটিক লিকুইড

উইজ প্লাস ফ্লোর ক্লিনার (পিংক)

ক্লিনইট সাইনেক্স গ্লাস ক্লিনার স্প্রে

ক্লিনইন রবো কার শ্যাম্পু উইথ ওয়াক্স

প্লেডজ ফার্নিচার পলিশ বিউটি

গৃহস্থালী পণ্য

সুরমা ড্রাই ফিস

মাটন ফ্রন্ট লেগ

চিকেন লেগ

গরুর মাংসের কিমা

ভেসপার গোনিয়া (প্রিমিয়িাম) ড্রাই ফিস

রিচ চিকেন নাগেটস

মাটন পায়া

বয়লার চিকেন (চামড়াসহ)

গরুর মাংস (তেহারী বটি)

স্টেশনারী পণ্য

আইস টুডে (ম্যাগাজিন)

একেএ ট্রেডিং ড্যান্সিং ডল (বড়)

ফেবার ক্যাস্টেল পোস্টার কালার

এস এন্ড এস নিউমেরালস ১-২০ বাংলা

ফুলঝুড়ি পেনসিল বক্স

এস.এম. পার্টি ফান

দ্রষ্টব্য: উপরোক্ত পণ্যগুলো ছাড়াও শাখা ভেদে ১২,০০০ থেকে ১৫,০০০ (প্রায়) ধরনের পণ্য পাওয়া যায়।