রাজধানীতে ইলেকট্রিশিয়ান হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

SHARE

rubel mরাজধানীর সূত্রাপুরে রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলো- মোঃ রুবেল, মোঃ রোমান ও মোঃ রনি বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৫নং বিশেষ জজ রেজাউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায় ইলেকট্রিশিয়ান রুবেলকে খুন করে আসামিরা। এরপর তার মাথা নিয়ে আসামি রোমান হোটেল শাহ কামালের ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়।

এ সময় রোমানকে টাকা দেয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন ম্যানেজার। পরে খবর পেয়ে পুলিশ এসে রোমানকে গ্রেফতার করে।

এরপর ঘটনার সঙ্গে জড়িত বাকি ২ আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহ কামালের নিচতলার পাশে একটি স্থান থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আসামিরা ঘটনার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এ ঘটনায় নিহতের বড়ভাই মরণ মিয়া ওইদিন সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৯ ডিসেম্বর ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন ঢাকার ৫নং বিশেষ জজ রেজাউল করিম।