বাংলা অটো মটর করপোরেশন

SHARE

auto-motors-of-lehigh-valley-headerবাংলা অটো মটর করপোরেশন মার্কেটে মোট ১৩২ টি গাড়ীর শো-রুম রয়েছে। এই মার্কেটে সাধারণত রিকন্ডিশন গাড়ী বিক্রির ব্যবস্থার রয়েছে।

অবস্থান

সাতারাস্তা মোড় থেকে ১০০ গজ দক্ষিণ দিকে উত্তরা সেন্টার এর পাশেই বাংলা অটো মটর করপোরেশন অবস্থিত।

গাড়ীর মডেল ও মূল্য

ক্রঃ নং

গাড়ীর চেসিস ও মডেল

সন

মূল্য (টাকা) লাখ

০১

Alien-34

২০০৪

৩৮

০২

Pinico-10

২০১০

৩৭

০৩

S.Corona-06

২০০৬

২০,৫০

০৪

Haychc-05

২০০৫

১৮

০৫

Fineler-05

২০০৫

১৮,৫০

০৬

Pobox-07

২০০৯

১০,৫০

০৭

Pickup Daina-02

২০০২

২০, ৫০

০৮

Succecl-05

২০০৫

১১,৫০

০৯

Paralo-10

২০১০

১৬,৫০

১০

Caloc-90

২০০৫

১৬,৫০

১১

Caloc-05

২০০৫

১৬,৫০,

২০১১ মডেলের নতুন কোন গাড়ী এখনো পর্যন্ত এই মার্কেটে আসেনি।

লোন নেওয়ার পদ্ধতি

এই মার্কেট থেকে গাড়ী কিনলে এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক এবং স্টান্ডার্ড চাটার্ড র্ব্যাংক লোন দিয়ে থাকে।
গাড়ীর মোট দামের ৫০% লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে।
লোন নেওয়ার জন্য ব্যাংকের স্ট্যাটমেন্ট প্রয়োজন হয়।
বাড়ি বা জমির দলিল বা এক কোটি টাকার ব্যাংকিং লেনদেন থাকতে হয়।
১ কোটিতে ১০ লক্ষ টাকা লোন দেয়ার ব্যবস্থা রয়েছে।

রেজিষ্ট্রেশনের নিয়ম

বিআরটিএ থেকে রেজিষ্ট্রেশন করতে হয়।
রেজিষ্ট্রেশন করতে গাড়ীর ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, ক্রয়ের কাগজ এবং যার নামে রেজিষ্ট্রেশন হবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হয়।
রেজিষ্ট্রেশনের সময় গাড়ী দেখাতে হয়।
রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত হয় সি সি অনুযায়ী। যেমন- ১৫০০ সি.সি গাড়ীর জন্য রেজিষ্ট্রেশন ফি ২৫,০০০ টাকা প্রদান করতে হয়।

সার্ভিস সেন্টার

এই মার্কেটের নিজস্ব কোন সার্ভিস সেন্টার নেই। বাইরে থেকে সার্ভিসিং করিয়ে আনতে হয়।

গাড়ীর নাম

সার্ভিস সেন্টারের নাম

লোকেশন

Prado-10

নাভানা সার্ভিস সেন্টার

মহাখালী, নাবিস্কো, ঢাকা।

Lezus-05-10

রহিম আফরোজ

গুলশান লিংক রোড, ঢাকা।

Honda civ-05

ইন্টারকো

মহাখালী, ঢাকা।

বিবিধ

পোট থেকে কেনার নিয়ম নেই।
গ্যারান্টি, ওয়ারেন্টি ও সার্ভিসিং ১ বছরের জন্য দেওয়া হয়।
গ্রাহকের চাহিদা মতো নির্দিষ্ট গাড়ী আমদানীর ব্যবস্থা রয়েছে।
এই মার্কেটে কার ওয়াশ, কার মডেলিটি এর ব্যবস্থা নেই। গাড়ী সিএনজিতে কনভার্সন করতে খরচ পরে ৫০,০০০ টাকা।