হাঁসের জন্য গাড়ি থামিয়ে কারাগারে!

SHARE

amaহঠাৎ করেই রাজপথে গাড়ি থামিয়ে হাঁস পারাপারের সুযোগ করে দেয়ায় ৯০ দিন জেলে থাকতে হচ্ছে এক কানাডিয়ান মহিলা গাড়ি চালককে। ২০১০ সালে কিউবিক হাইওয়েতে এমমা করনোবাজ নামের ওই মহিলার গাড়ি থামানোর ঘটনায় নিহত হন দুই লোক। আর আদালত তাই তাকে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছে। এর পাশাপাশি তাকে ২৪০ ঘন্টা কমিউনিটি সেবা এবং দশ বছর গাড়ি চালাতে নিষিদ্ধ করা হয়েছে।

গত জুন মাসে বিপদজনক ড্রাইভিংয়ের মাধ্যমে দুইজনকে নিহত করার ঘটনায় কানাডার আদালতে তার বিচার শুরু হয়।

জানা য়ায়, ঘটনার দিন হাইওয়েতে হাঁসের পাল দেখে আচমকা গাড়ি ব্রেক করেন এমমা। আর এসময়ই তার পেছনে এসে ধাক্কা লাগে এক মটর সাইকেলের, তাতে নিহত হয় দুজন।

এ প্রসঙ্গে এমমা বলেন, “আমি হাঁসগুলো রাস্তা পার করার সুযোগ ও গাড়ির উপরে উঠার সুযোগ করে দিতে চাচ্ছিলাম। আমার ওই সময়ের কাজটা ভুল ছিল।”-জিনিউজ।