ক্যানাডায় আলুর শয়তানি ধরতে পুরস্কার ঘোষণা

SHARE

potatoক্যানাডার পুলিশ আলু নিয়ে অন্তর্ঘাত সমস্যা সমাধান করার চেষ্টায় হিমশিম খাচ্ছে। তারা বলছে, আলুর ভেতরে সূঁচ পাওয়ার বেশ কয়েকটি ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন এবং অপরাধীকে ধরতে তারা এক লাখ ক্যানাডীয় ডলার (৮৭ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে।

বিবিসির মনিটরিং বিভাগ ক্যানাডার ‘দ্য নিউজ’ ওয়েবসাইটকে উদ্ধৃত করে বলছে আলুর মধ্যে সূঁচ পাওয়ার ঘটনা প্রথম ঘটে অক্টোবর মাসে।

রয়্যাল ক্যানাডীয় মাউন্টেড পুলিশ বলছে, দেখে মনে হচ্ছে আলুর ভেতরে ইচ্ছা করে সূঁচ ঢুকিয়ে দেয়া হয়েছে।

এ পর্যন্ত এরকম দশটি আলু পাওয়া গেছে এবং প্রতিটি আলুই এসেছে পূর্বাঞ্চলীয় প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের একই খামার থেকে।

প্রথমে অপরাধীকে ধরার জন্য ৫০ হাজার ক্যানাডীয় ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

কাজেই এলাকার আলু ব্যবসায়ী এবং স্থানীয় সরকার প্রশাসন পুরস্কারের অর্থ বাড়িয়ে দ্বিগুণ করেছে। তারা এমনকী বলছে কেউ নাম পরিচয় গোপন রেখে কোনোরকম সূত্র দিতে পারলেও তাকে পুরস্কার দেয়া হবে।

সংশ্লিষ্ট খামারের একজন মালিক গ্যারি লিংকলেটার বলেছেন, অপরাধীকে ধরার ব্যাপারে সবাই একযোগে উদ্যোগী হয়েছে যেটা আশার কথা।

আলু শিল্পকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এই নাশকতার কাজে যারা যুক্ত- আশা করি পুরস্কারের বিনিময়ে তাদের ধরিয়ে দেয়ার জন্য কেউ তথ্য দিতে এগিয়ে আসবে।

এই ঘটনার পর ওই এলাকার বাজার থেকে ৩ লাখ ৬০ হাজার কেজির বেশি ওজনের আলু তুলে নেয়া হয়েছে। শুরু হয়েছে ব্যাপক তদন্তের কাজ।

ন্যাশানাল পোস্ট নামে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সূঁচ ঢোকানো আলু’ বাছাই করতে এঙ-রে মেশিন এবং মেটাল ডিটেক্টার যন্ত্র ব্যবহার করা হচ্ছে।