ভিডিও কলের সুযোগ আনছে রবি-এয়ারটেল

SHARE

airtelমোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা নিজেদের মধ্যে ভিডিও কল করার সুযোগ পাবেন। বাংলাদেশে  প্রথম বারের মত ভিন্ন দুটি অপারেটরের গ্রাহকরা পরস্পর ভিডিও কল করতে পারবেন।  বৃহস্পতিবার থেকে এ সুবিধা পাবেন অপারেটর দুটির গ্রাহকরা।

দেশে গত বছর থ্রিজি সেবা চালু হওয়ার পর এই প্রথম ভিন্ন অপারেটরের (অফনেট) গ্রাহকরা ভিডিও কলের মত একটি অনন্য থ্রিজি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে সব মোবাইল অপারেটরই শুধু নিজের অপারেটরে (অননেট) ভিডিও কলের সুযোগ প্রদান করেছিল।

সঠিকভাবে একটি ভিডিও কল করার জন্য রবি ও এয়ারটেল উভয় গ্রাহকের ভিডিও কল করার উপযোগী হ্যান্ডস্টেসহ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। উল্লেখ্য, থ্রিজি নেটওয়ার্কের ভয়েস চ্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয় বলে ভিডিও কলের জন্য সময় ইন্টারনেটের সেবা মূল্যের প্রয়োজন হবে না।