আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এ বাজেট : নাসিম

SHARE

বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা সরকার এ বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকার যে রূপকল্প হাতে নিয়েছে, প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় শেখ হাসিনা ট্রমা হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব। বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা সরকার এ বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। প্রবৃদ্ধির হার উচ্চাকাঙ্ক্ষী হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে।