দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আন্তর্জাতিক মঞ্চে সুমন কুমারী

SHARE

দারিদ্র্যের সাথে প্রতিদিন লড়াই করতে করতে এক সময় বক্সিং গ্লাভটাকেই প্রিয় বন্ধু বানিয়ে নেন সুমন কুমারী। পেশাদার বক্সিংয়ে নামা এই মেয়ের কপালে প্রচারের ছিটেফোঁটাও জোটেনি, জোটেনি টাকা-পয়সাও। তাই পেশাদার বক্সার হওয়া সত্ত্বেও বাড়ি বাড়ি ঘুরে ফিটনেস ট্রেনারের কাজ করছেন তিনি।

২২ বছর বয়স্ক সুমন কুমারী কলকাতার খিদিরপুরের বস্তিতে থাকেন। বাবা এক সময় ট্রামের কন্ডাক্টরের কাজ করতেন। চার বোনের মধ্যে সবচেয়ে ছোট সুমন। বাবার যা সঞ্চয় ছিলো তা চলে গেছে অন্য মেয়েদের বিয়ে দিতে। মা অন্যে বাড়িতে কাজ করেন। ভালো করে খাবার জোটেনা, মেয়ে হয়ে বক্সিং শুরু করায় বাধা এসেছে পরিবারের মধ্যে থেকেও। তবু সুমনের প্রতিভা থেমে থাকেনি।

আগামী সপ্তাহে প্রথম আন্তর্জাতিক ইভেন্টে যোগ দিতে চীন যাচ্ছেন সুমন। সুমনের প্রতিভা ও মনের জোরের ওপর অগাধ ভরসা রাখছেন তাঁর প্রশিক্ষক বিষ্ণু বাহাদুর ছেত্রী।