ট্রফির চাপ নিতে চান না মাশরাফি

SHARE

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। রাত পোহালেই উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ। যে উইন্ডিজ গতকাল আইরিশদের স্রেফ উড়িয়ে দিয়েছে। বিশ্বরেকর্ড গড়েছেন দুই ওপেনার। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে এখন প্রশ্ন, ত্রিদেশীয় ট্রফি কাদের হাতে উঠতে যাচ্ছে? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য ট্রফি নিয়ে ভাবতে চান না; তার ভাবনা জুড়ে মঙ্গলবারের ম্যাচ।

আজ সাংবাদিকদের ম্যাশ বলেন, ‘আসলে শিরোপা জয় এতটা সহজ নয়। ঘরের মাটিতে গত বছর যখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হলো, তখনও প্রত্যাশা ছিল। সেবারই সবচেয়ে ভালো সুযোগ গেছে কারণ আমরা ঘরের মাঠে খেলছিলাম। সেরা সুযোগ ছিল। আসলে হয় কী, এসব চিন্তা করতে গেলে আরও চাপ বাড়তে থাকে। ফাইনালে উঠতে হবে আগে, তার পর ট্রফির চিন্তা করতে হবে। ফাইনালে ওঠার আগে চারটি ম্যাচ খেলতে হবে আমাদের।’

আয়ারল্যান্ড দল প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে। হেরেছে ১৯৬ রানে। উইন্ডিজ দলে প্রধান ক্রিকেটাররা কেউ নেই। সুতরাং শিরোপা জয়ের দারুণ একটা সুযোগ আছে টাইগারদের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালো করে বাংলাদেশ অধিনায়ক এগোতে চান প্রতিটি ম্যাচ ধরে। তিনি আরও বলেন, ‘আমরা আপাতত ভাবছি কালকের ম্যাচটি গুরুত্ব সহকারে খেলতে। কালকে ভালোভাবে খেলতে পারলে এক ধাপ এগিয়ে যেতে পারব।’