ওয়াকার ইউনুসকে ‘ভয়াবহ কোচ’ বললেন আফ্রিদি

SHARE

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ ওয়াকার ইউনুসের সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদি খেলোয়াড়ি জীবনে চমকে দিতে ভালোবাসতেন। কখনো মেরে বলের ছাল-চামড়া তুলে ফেলতেন। আবার কখনো উইকেট উপহার দিয়ে আসতেন। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক কিন্তু খেলা ছাড়ার পরও চমকে দিচ্ছেন। সেটি তাঁর প্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ দিয়ে। সেখানে আফ্রিদি ভালোই বোমা ফাটিয়েছেন। নিজের আসল বয়স জানানোর পাশাপাশি পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুসেরও চরম সমালোচনা করেছেন আফ্রিদি।

পাকিস্তানের হয়ে ৮৭ টেস্ট ও ২৬২ ওয়ানডে খেলা ওয়াকার ক্রিকেট ইতিহাসেরই কিংবদন্তি পেসারদের একজন। ছিলেন জাতীয় দলের অধিনায়কও। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সাত বছর পর ওয়াকার পাকিস্তান দলের কোচ হন। তাঁর সময়ে মাঠের বাইরে বেশ কিছু বিতর্কিত ঘটনায় সমালোচিত হয়েছিল পাকিস্তান দল। এবং ওয়াকার হেড কোচ থাকতে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন আফ্রিদি। দুজনের মধ্যে সম্পর্কটা মোটেও ভালো ছিল না। ২০১১ সালে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতে আফ্রিদিকে নিয়ে ওয়াকার বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে সে ভীষণ অপরিপক্ব, শৃঙ্খলা নেই এবং পরিকল্পনার অভাব আছে।’

ওয়াকারের সেই সমালোচনার জবাব দিয়েছেন আফ্রিদি নিজের আত্মজীবনীতে, ‘দুর্ভাগ্যজনকভাবে সে অতীত ছাড়তে পারেনি। ওয়াকার ও আমার ইতিহাস আছে, তা ওয়াসিমের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে যখন ঝামেলা ছিল তখন থেকে। সে ছিল সাধারণ মাপের অধিনায়ক কিন্তু খুব ভয়াবহ কোচ। সব সময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইত। অধিনায়ককে সব সময় বলার চেষ্টা করত, কী করতে হবে, কী করা উচিত। বিরোধটা তাই অবশ্যম্ভাবী ছিল এবং এটা হতোই।’