কলকাতা বিমানবন্দর আজ রাত সাড়ে ৯টা থেকে বন্ধ

SHARE

ঘূর্ণিঝড় ফণীর কারণে কলকাতা বিমানবন্দর আজ শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে কাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফণী পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে যাচ্ছে। স্থানীয় সময় দুপুরের দিকে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ফণী। পশ্চিমবঙ্গে ফণী মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ সকালে ফণী ভারতের ওডিশার উপকূলে আঘাত হেনেছে। ফণীর প্রভাবে সেখানে প্রবল ঝোড়ো হাওয়া বইছে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঘূর্ণিঝড় ফণীর কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ হলে বিভিন্ন রুটের ২০০টির বেশি ফ্লাইট বাতিল হবে।

কলকাতা বিমানবন্দর বন্ধ ও ফ্লাইট বাতিল হলে বিপুলসংখ্যক যাত্রীর যাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফণীর কারণে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ওডিশার ভুবনেশ্বর বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারতীয় বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও অসুবিধার কথা বিবেচনায় নিয়ে দুটি বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ফণীর কারণে দেশটির বিভিন্ন বেসরকারি বিমান সংস্থা গতকাল থেকে বিমান পরিষেবা বন্ধের কথা জানায়।