কক্সবাজার ভ্রমণ

SHARE

Cox’s Bazar Sea Beach Wave Picsচট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি এবং এটি একটি অন্যতম স্বাস্থ্যকর স্থান। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.।

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান সকল পথেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪৪০ কি.মি.। ঢাকার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার রুটের বাসগুলো ছেড়ে যায়। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, মতিঝিল ও আরামবাগ থেকে অধিকাংশ বাস ছেড়ে যায়।

এই রুটে এসি ও নন-এসি উভয় ধরনের বাস রয়েছে। এই রুটে চলাচলকারী উল্লেখযোগ্য পরিবহনগুলোর মধ্যে রয়েছে – গ্রীন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, সৌদিয়া, এস.আলম. পরিবহন, মডার্ন লাইন, শাহ বাহাদুর, সেন্টমার্টিন প্রভৃতি। এছাড়া আরও কিছু পরিবহনের বাস এই রুটে চলাচল করে।

পরিবহনের নাম

ভাড়া

যোগাযোগ

গ্রীন লাইন

১,৪০০/- (ভলভো)

১,৮০০/- (স্ক্যানিয়া)

০২- ৭১৯২৩০

হানিফ এন্টারপ্রাইজ

৭০০/- (নন-এসি)

১,৭০০/- (এসি)

০১৭১৩-৪০২৬৭৩, ০১৭১৩-৪০২৬৮৪

শ্যামলী পরিবহন

৭০০/- (নন-এসি)

১,১৫০/- (এসি)

০২- ৯০০৩৩১, ৮০৩৪২৭৫

সোহাগ পরিবহন

১,৫২৫/ (এসি)

৭১০০৪২২ (আরামবাগ),৯১৩২৩৬০ (কমলাপুর),৮০৫৫৯০২ (কল্যাণপুর)

সৌদিয়া পরিবহন

৭০০/- (নন-এসি)

১,৬০০/- (এসি)

নন-এসি: ০১৯১৯-৬৫৪৮৫৬ (সায়েদাবাদ), ০১৯১৯-৬৫৪৮৬৩ (গাবতলী), ০১৯১৯-৬৫৪৮৫৯ (কমলাপুর)

এসি: ০১৯১৯-৬৫৪৯২৮ (কল্যাণপুর), ০১৯১৯-৬৫৪৯২৯ (সায়েদাবাদ)

এস.আলম পরিবহন

৭০০/- (নন-এসি)

০২-৮০৫৫৮৫১, ০১৮১৯৭২০৩৯৫ (গাবতলী),০২-৮৩১৫০৮৭, ০১৯১৭৭২০৩৯৫ (কমলাপুর)

রেলপথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে এখনো কোনো রেল যোগাযোগ গড়ে ওঠেনি। রেলে করে কক্সবাজার যেতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রামের চকরিয়া থেকে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস রয়েছে সরাসরি কক্সবাজারে যাওয়ার। চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব ৫৭ কি.মি.।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনসমূহ

মহানগর প্রভাতী
তূর্ণা নিশীথা
মহানগর গোধুলী এক্সপ্রেস
সুবর্ণ এক্সপ্রেস

যোগাযোগ

কমলাপুর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২

মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৮৯২৪২৩৯

ওয়েবসাইট: www.railway.gov.bd

আকাশ পথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে বিমান যোগাযোগ রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করে।

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ঢাকা থেকে কক্সবাজার

4H-0511

প্রতিদিন

১৩.০০

১৪.০০

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

কক্সবাজার থেকে ঢাকা

4H-0512

প্রতিদিন

১৪.২০

১৫.২০

ভাড়া

গন্তব্য

ভাড়া শুরু

ওয়ানওয়ে

রিটার্ন

ঢাকা থেকে কক্সবাজার

BDT 4825

BDT 9750

ঠিকানা এবং অবস্থান

কর্পোরেট অফিস/উত্তরা অফিস

উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা)

১ জসীমুদ্দিন এভিনিউ, উত্তরা

ঢাকা-১২৩০, বাংলাদেশ।

ফোন: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২

ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯

ওয়েব: www.uabdl.com

ইমেইল: info@uabdl.com

ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস

ডমেস্টিক উইং কুর্মিটোলা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা-১২৩০, বাংলাদেশ।

ফোন: ৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১।

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৬০

গুলশান সেলস অফিস

তাহের টাওয়ার শপিং সেন্টার

প্লট নং ১০, উত্তর গুলশান, গুলশান ২,

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৮৮৫৪৭৬৯, ৮৮৫৪৬৯৭, ৮৮৬১৯৩৫

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৯

কাওরান বাজার সেলস অফিস

দোকান নং ৩, লেভেল ২

ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)

৮ পান্থপথ, কাওরান বাজার,

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৯১৩৮২৩৮, ৮১৫৮০৪৬

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৮

পল্টন সেলস অফিস

অরিয়েন্টাল ট্রেড সেন্টার (৩য় তলা)

৬৯/১ পুরানা পল্টন লাইন

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৯৩৫২৬৪৮, ৯৩৫২৬৪৭

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৭

দর্শনীয় স্হান:
কক্সবাজারের প্রধান আকর্ষন হচ্ছে সমুদ্র সৈকত। সবচেয়ে জাঁকজমক হচ্ছে লাবনী বিচ এলাকা। পরিস্কার ঝকঝকে পরিবেশ আর নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। বিচের তীর ঘেষে রয়েছে ইজি চেয়ারে শোবার ব্যাবস্হা। চা-কফি-ডাব-মুড়ি-বাদাম সবই পাওয়া যায় এখানে কিন্তু কোন কিছু নিচে ফেলা যাবে না। এছাড়া স্পীডবোট, বিচকার, ঘোড়ায় চড়ার ব্যাবস্হা এসব তো রয়েছেই। তবে বিচে সবচেয়ে বিরক্তিকর পেশাদার ফটোগ্রাফারদের উৎপাত।

এছাড়া একটু দূরে ইনানী বিচের সৌন্দর্যও অবশ্যই প্রশংসনীয়। এখানে পানির মধ্যে রয়েছে বড় বড় সব পাথর। ভাটার সময় তাই উকি দেয়া পাথরই সৌন্দর্য ফুঁটিয়ে তোলে এখানকার। ইনানী বিচের লাল ডাবের স্বাদই অন্যরকম। ইনানী যাবার পথে দীর্ঘ সি-ড্রাইভ অবশ্যই মুগ্ধ করবে আপনাকে। রাস্তার একদিকে পাহাড় আর অন্যদিকে সুদীর্ঘ সমুদ্র সৈকত পুরোটা পথ সঙ্গ দিবে আপনাকে।

ইনানী বিচে যাবার পথেই দেখা মেলে হিমছড়ির এখানে রয়েছে মনোমুগ্ধকর এক ঝর্না। সিড়ি বেয়ে অনেক উঁচু পাহাড়ে উঠে কক্সবাজারের ভিউ দেখার সুযোগ রয়েছে এখানে।সিড়ি দিয়ে উঠতে প্রথম দিকে মনে হয় এতো অল্প, পরে যেন ওঠার পথ আর শেষ হতে চায় না। অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে বিমোহিত হয়ে যেতে হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে।এছাড়াও এখানে ছোট মার্কেট ও সুন্দর করে সাজানো বিচ রয়েছে যা পর্যটকদের অন্যতম আকর্ষন।

এই পথেই রয়েছে সামুদ্রিক জীব-জন্তুর মিউজিয়াম।বেশ কিছু কমন-আনকমন জীবিত-মৃত প্রানী রয়েছে তাদের সংরক্ষনে।

কক্সবাজারের মহেশখালী বেশ সুন্দর একটা জায়গা।এখানে খুঁজে পাওয়া যায় অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। তবে এখানকার রিক্সা চালকেরা ধান্দাবাজ। ভাড়া মিটাতে গেলে বলে আপনি খুশি হয়ে যা দিবেন তাই মাথা পেতে নেবো, কোন অসুবিধা নাই।অথচ শেষে বিপদে ফেলবে অনেক টাকা ভাড়া চেয়ে। তাই আগে থেকেই ভাড়া মিটিয়ে নেয়া ভালো। একদম মাঠে শুকানো তরতাজা শুটকি পাওয়া যায় এখানে।শুটকির ফিল্ড ছাড়াও এখানে রয়েছে লবনের ফিল্ড।এখানকার মিষ্টি পান অতি বিখ্যাত।

কক্সবাজারে বেড়াতে এসেছেন অথচ টেকনাফ ও সেন্টমার্টিনে বেড়াতে যাবেন না এটা কেমন কথা। কক্সবাজার বাস টার্মিনাল থেকে সারাদিনই টেকনাফ-কক্সবাজার যাওয়া-আসার বাস রয়েছে। অনেকে মাইক্রোবাস সার্ভিসেও যাতায়াত করেন। টেকনাফ যেন প্রাকৃতিক রুপ-সৌন্দর্যের পুরোটায় কেড়ে নিয়েছে। এখানকার সমুদ্র সৈকত সম্পূর্ন নীলাভ।এতো সুন্দর তা ভাষায় প্রকাশ করে বলা যায় না।টেকনাফের আরেক সৌন্দর্য নাফ নদীতে।এখানে গেলে সুইজারল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের দেখা প্রাকৃতিক ছবিগুলোর কথা মনে করিয়ে দেয়।এখানে আরও রয়েছে মনোমুগ্ধকর এক ঝর্না আর উঁচু পাহাড়ের সাথে রয়েছে বন্যপ্রানীদের অবাধ বিচরন। এই পাহাড়ে রয়েছে বন্য হাতীও।

অল্প খরচে কক্সবাজার ও বান্দরবান ভ্রমণ

আপনারা যারা অল্প খরচে কক্সবাজার, বান্দরবন ঘুরতে চান, তাদের জন্য এখানে কিছু তথ্য দেয়া হলো। আপনারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার না গিয়ে নামবেন ‘চকরিয়া’। চকরিয়া কক্সবাজার জেলার একটা থানা ও উপজেলা। যার অবস্থান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে চট্টগ্রাম থেকে ১০০ কিলোমিটার। চকরিয়া থেকে কক্সবাজার এর দূরত্ব ৫৭ কিলোমিটার।

চকরিয়া বাসস্ট্যান্ডেই থাকার হোটেল পাবেন, যার ভাড়া হবে কক্সবাজারের হোটলের তিনভাগের একভাগ। তিন বেডের রুমের ভাড়া হবে ২৫০-৩০০ টাকা মাত্র, কক্সবাজারে এর ভাড়া কমপক্ষে ১,০০০ টাকা। ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া ৪৫০ টাকা আর চকরিয়ার ভাড়া ৪০০ টাকা।

সুবিধা সমূহঃ

চকরিয়াতে অবস্থান করলে আপনি তিনটি জেলার মাঝামাঝি অবস্থান করছেন। সকালে বের হয়ে যেতে পারেন বান্দরবনের ‘লামা’র ’পর্যটন মিরিঞ্জা’ স্পট। চকরিয়া বাস স্টেশন থেকে জীপে যেতে পারেন। দুরত্ব ১৮ কিলোমিটার সময় নেবে ২৫-৩০ মিনিট। জীপে উঠার ১০ মিনিটের মধ্যে শুরু হবে পাহাড়ী উঁচু-নীচু পথ। পাহাড়ের চুড়া দিয়ে যখন জীপ চলবে নীচে তাকালে মনে হবে ৩০ তলা বিল্ডিং এর ছাদ দিয়ে গাড়ী চলছে ছাদের কোন রেলিং নেই। লামা দেখে যেতে পারেন আলী কদম। লামা থেকে ৩৫ কিলোমিটার। আলী কদমে আলীর সুড়ং দেখতে পারেন। তবে পাহাড়ী পথ শুধুমাত্র লামা পর্যন্তই।

সকাল ৯ টায় বের হলে ২ টার মধ্যে চকরিয়া ফিরে আসতে পারবেন লামা-আলী কদম ঘুরে। সাড়ে চারটায় বেরিয়ে যেতে পারেন কক্সবাজারের উদ্দেশ্যে বাস স্টেশন থেকে ৫-১০ মিনিট পর পর বাস পাবেন ভাড়া নেবে ৫০-৬০ টাকা করে। সময় নেবে সর্বোচ্চ ১ ঘন্টা। সমুদ্র দর্শন শেষে আবার চলে আসতে পারেন চকরিয়াতে। অবশ্য যারা সকালে সুর্যোদয়ের সময় সমুদ্র তীরে থাকতে চান তাদের জন্য এ সুযোগ নয়। চকরিয়া থেকে বান্দরবান যেতে পারেন সহজেই। চকরিয়া বাস স্টেশন থেকে পূবালী/পূর্বানী বাস আছে এক ঘন্টা পর পর। ভাড়া ৯০ টাকা। নামতে পারেন পর্যটন স্পট ‘মেঘলা’। মেঘলা থেকে বের হয়ে বান্দরবান শহর ঘুরে দেখে এসে রাতে চকরিয়া থাকতে পারেন। এতে মোটামুটি অল্প খরচে কক্সবাজার আর বান্দরবান ঘুরে আসতে পারেন।

থাকার ব্যবস্থা

নাম

ঠিকানা ও যোগাযোগ

সী হ্যাভেন গেস্ট হাউজ

ব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০১৭২৬-৫১৯৩২৩, ০১৮১৮৫৯৪০২৫

উর্মি গেস্ট হাউজ

কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২

সী হিল গেস্ট হাউজ

সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭, ০১৮১৫-০৭৫৬৯৮

বীচ হলিডে গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০১৫৫৩৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫

সী কিং গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৫১২১৯, ০১৮১৮-৮৫৮০৪৪

ব্লু ওসেন

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫, ০১৭১১-৭৮৫৩৮১

হোটেল সী প্যালেস (৫ স্টার)

ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা), ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকা।

ফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২, ০১৯১৩-৩৮০৮৪৭

হোটেল সী গাল (৫ স্টার)

ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকা।

ফোন: ৮৩২২৯৭৩-৬

Email: seagullhotelcox@gmail.com

Web: http://www.seagullhotelbd.com

হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার)

ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকা।

ফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩, ০১৫৫৬-৩৪৭৭২২

কক্সবাজার অফিস: প্লট – ৯, রোড – ১, হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড), কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬৩৪৭৭১১

Email: info@praasadcox.com

Web No.: http://www.praasadcox.com

হোটেল সী ক্রাউন (৩ স্টার)

মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪, ০১৮১৭-০৮৯৪২০

E-mail: info@hotelseacrown.com

Web: http://www.hotelseacrown.com

হোটেল কল্লোল (আবাসিক)

হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮, ০১৮১৯-৫৪৮৪৩৪

E-mail : info@hotelkollol.com

Web: http://www.hotelkollol.com

হোটেল সী আলিফ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২

হোটেল মেরিন প্লাজা

প্লট – ১২, ব্লক – বি, কলাতলী মেইন রোড, কক্সবাজার।

ফোন: ০৩৫১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪

Email: hotelmarineplaza@yahoo.com

প্রিন্স হ্যাভেন হোটেল

নাহার গার্ডেন ট্যুরিজম, হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৭১৩-৪০৯৭৯৭

হোটেল স্বপ্ন প্রোবাল

পশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮২০-২২৬৭৬৫

রেইড গেস্ট হাউজ

নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬

হোটেল স্বপ্ন বিলাস

সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪৪৩৮৪৩৭