পুলিৎজারপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল

SHARE

মিয়ানমারে কারাবন্দী রয়টার্সের দুই সাংবাদিকের সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

তাদের সাত বছরের সাজা বহাল রেখেছে দেশটির আদালত। মঙ্গলবার আপিল খারিজ হয়ে গেছে।

রোহিঙ্গা নিপীড়ন নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের আটক করে মিয়ানমার।

রয়াটার্সের ওই সাংবাদিকের নাম ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮)। তারা চলতি সম্প্রতি সাংবাদিকতার সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার পান।

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ এনে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ওয়া লোন এবং কিয়াও সো ওকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সে অভিযোগ তারা অস্বীকার করে আসছে।

আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন, গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করা সংগঠনগুলো, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার প্রধান ওই সাংবাদিকদ্বয়ের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে।