শ্রীলংকায় বোমা হামলায় পররাষ্ট্রমন্ত্রীর তীব্র নিন্দা

SHARE

শ্রীলংকায় কয়েকটি গীর্জা ও হোটেলে একযোগে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানাকে লেখা এক শোক বার্তায় মোমেন বলেন, বোমা হামলায় কয়েক শ’ মানুষের প্রাণহানি এবং বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

বিপুল প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়ে এ ঘটনাকে নিরীহ বেসামরিক মানুষের ওপর জঘন্য ও বর্বরোচিত সহিংসতা বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে এবং বিশ্বাস করে যে এ ধরনের নৃশংস সহিংসতার পুনরাবৃত্তি রোধে একে কঠোর হাতে মোকাবেলা করতে হবে।