ভয়াবহ আগুনেও বেঁচে গেল নটরডেমের লাখো মৌমাছি!

SHARE

সম্প্রতি ভয়াবহ আগুনে পুড়ে যায় ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। এই অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাড়ে ৮০০ বছরের পুরনো প্যারিসের অন্যতম আকর্ষণটি।

আগুনের লেলিহান শিখা নটরডেম ক্যাথেড্রালকে ছারখার করে দিয়েছে। কিন্তু সেই আগুনে বিন্দুমাত্র ক্ষতি হয়নি ওই ক্যাথেড্রালের লাখো মৌমাছির।

জানা গেছে, ক্যাথেড্রালের ছাদে তিনটে বড়ো মৌচাকে প্রায় ১ লাখ ৮০ হাজার মৌমাছি ছিল। মৌমাছিদের সকলে অক্ষত রয়েছে। একটি মৌচাকেরও ক্ষতি হয়নি।

নটরডেম ক্যাথেড্রালে মৌমাছিদের বাসা(বৃত্ত চিহ্নিত)

ক্যাথেড্রালের মৌমাছিপালক বলছেন, আগুন মৌমাছিদের মারেনি। বরং, অগ্নিকাণ্ড থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইডে মৌমাছিরা মত্ত হয়ে চাকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তাই আগুন ওদের স্পর্শ করতে পারেনি।

জানা গেছে, নটরডেম ক্যাথেড্রালের যে ছাদে আগুন লাগে তার থেকে মাত্র ১০০ ফুট নীচে গির্জার আরেক ছাদে ছিল ওই মৌমাছিদের বাসা।