মাহিদুর ও চুটুর বিচার শুরুর নির্দেশ

SHARE

tribunalমানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে তিনটি অভিযোগে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি এ বিষয়ে সুচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করে দেন আদালত।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর অনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন। তাদেরকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আটক দেখানোর জন্য (শ্যোন অ্যারেষ্ট) প্রসিকিউশনের আবেদন করেছিল। ওইদিন আজ ২৪ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া এবং শ্যোন অ্যারেন্ট বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছিল।

মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষি রয়েছেন ২৪ জন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাদেরেকে হাজির করা হয়।