এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

SHARE

mp ranaমুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি  টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে গ্রেফতার করতে আইনি কোনো বাধা নেই।

রানাকে হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

ফলে তাকে গ্রেফতারে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আমানুর রহমান খান রানাকে আসামি করে অভিযোগপত্র দেয়া হতে পারে-সংবাদমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর এমপি রানা হাইকোর্টের একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি গ্রহণ করে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রানাকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন।

হাইকোর্টের দেয়া এ আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।