পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

SHARE

malala1নোবেল পুরস্কারপ্রাপ্ত কিশোরী মালালা ইউসুফজাই স্বপ্ন দেখেন একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার। এই পুরস্কার গ্রহণের আগে বুধবার বিবিসিকে তিনি বলেন, ভবিষ্যতে তিনি রাজনীতিতে যুক্ত হতে চান এবং সেখানেই নিজের ক্যারিয়ার গড়তে চান।

যুক্তরাজ্যে তার শিক্ষাজীবন সমাপ্ত করে একদিন নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মালালা।

ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থির সঙ্গে মালালা ইউসুফজাই এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন। এখন পর্যন্ত তিনিই সবচেযে কমবয়সে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

মেয়েদের শিক্ষার বিষয়ে তার ভূমিকার জন্য মালালা ইউসুফজাই ২০১২ সালে তালেবানদের বন্দুকের হামলার শিকার হয়েছিলেন।

অসলোতে বিবিসির হার্ডটক অনুষ্ঠানের সঞ্চালক স্টিফেন সাকুরের সঙ্গে আলাপকালে ১৭ বছর বয়সী মালালা বলেন, তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর রাজনৈতিক জীবন থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন যিনি ২০০৭ সালে নিহত হওয়ার আগে দু-দফায় দেশ পরিচালনা করেছেন।