বিষাক্ত গ্যাস : অসুস্থ ৫ শতাধিক; ১১১ স্কুল বন্ধ ঘোষণা

SHARE

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসের কারণে ৫ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে; এদের বেশীরভাগই স্কুল শিক্ষার্থী। এ কারণে দেশটির শিল্প নগরী পাসির গুদাংয়ের ১১১টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই এলাকায় ময়লার স্তূপ থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে বাতাস বিষাক্ত হয়ে পড়ছে। এখন পর্যন্ত ৫ শতাধিক লোকের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ওই এলাকার লোকজনকে সাবধানতা অবলম্বন করতে বলেছে কর্তৃপক্ষ। ১১১টি স্কুল বন্ধ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ বিষাক্ত গ্যাসে শিশুরাই বেশি অসুস্থ হয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা