ঐকমত্য ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-আফগান সংলাপ

SHARE

আফগান সশস্ত্র গোষ্ঠী তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শেষ হয়েছে। কাতারের রাজধানী দোহায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহ ধরে চলা এই সংলাপে কোনোধরনের ঐকমত্যে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।

জানা গেছে, মূল কয়েকটি ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি।

পৃথক বিবৃতিতে উভয় পক্ষই জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক দূত জালমাই খলিলজাদ জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার শর্তে আলোচনায় অগ্রগতি হয়েছে।

তিনি বলেছেন, সন্ত্রাস দমনের নিশ্চয়তা, সেনা প্রত্যাহার, আফগানিস্তানের অভ্যন্তরীণ সংলাপ এবং বিস্তৃত যুদ্ধবিরতি এই চার ইস্যুতে চুক্তির প্রয়োজন।

সূত্র : আল-জাজিরা