খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

SHARE

hortal29অব্যাহত খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে মঙ্গলবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়।

হরতাল চলাকালে খাগড়াছড়ি কার্যত অচল হয়ে পড়েছে। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং দোকানপাটও খোলেনি।

এদিকে সকাল থেকে হরতালে সমর্থনে পিকেটাররা জেলার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মিছিল-পিকেটিং করছে। অন্যদিকে সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক চিংসা মং চৌধুরী নিহত এবং জেএসএস (সন্তু) গ্রুপের উপজেলা শাখার সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু আহত হন। একই সময় দুর্বৃত্তদের গুলিতে গুইমারার ভূঁইয়া পাড়ায় জেএসএস নেতা আশুতোষ ওরফে মিলন ত্রিপুরা এবং পানছড়িতে রমজান আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগম আহত হন।