স্যামসাং গ্যালাক্সি এস৫

SHARE

samsung-galaxy-s5-smartphone-dhaka-city-guide২০১৪ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস৫’ বাজারে আনছে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। কোনো কারণে বিলম্ব হলে মার্চের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে নতুন এই স্মার্টফোনটি। গ্যালাক্সি এস৫ কাঠামো নির্মাণ করা হবে ধাতব পদার্থ দিয়ে।

স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি হবে ৬৪ বিটের এক্সিনস ৫৪৩০ চিপ সমৃদ্ধ। এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা টাইজেন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

নতুন এই স্মার্টফোনটিতে আরও যুক্ত হবে ভিন্ন ধর্মী মাল্টি প্রসেসিং ক্ষমতা সম্পন্ন ৮ কোর প্রসেসর। তবে নতুন এই স্মার্টফোনের যেকোনো বৈশিষ্ট্যে স্যামসাং যেকোনো সময় পরিবর্তন আনতে পারে।