হাসিনা-শেরিং বৈঠক অনুষ্ঠিত

SHARE

hasina sheringপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শনিবার বিকেল সোয়া ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত  হয়।

এর আগে শনিবার  দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নবায়ন ছাড়াও পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা হয়।

শনিবার সকাল সাড়ে ৯টায় সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি, অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক  এবং একটি বাণিজ্য প্রতিনিধি দলও বাংলাদেশে এসেছে।

বিমানবন্দরে নেমে শনিবার সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।