পাকিস্তান ভাঙার বদলা নেওয়ার হুমকি হাফিজের

SHARE

hafizzপাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সহযোগিতার সমালোচনা করেছেন পাকিস্তানভিত্তিক সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ। এর বদলা নিতে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার লাহোরে পার্টি কনভেনশনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হাফিজ সাইদ বলেন, ভারত থেকে কাশ্মীরের নাগরিকদের মুক্ত করতে পাকিস্তানিদের এগিয়ে আসতে হবে। কাশ্মীরকে মুক্ত করতে সাহসী সৈনিক অপরিহার্য। ১৯৭১ সালের বদলা নেব আমরা। আহমেদাবাদের গুজরাটের দাঙ্গার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ভারতের সেনাবাহিনী যদি আমেরকিান সেনাকে সহায়তা করতে আফগানিস্তানে যেতে পারে, তাহলে আমাদের যোদ্ধারাও কাশ্মীরের নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে সেখানে যাবে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সব রাজনৈতিক দলকে একজোট হওয়ারও আহ্বান জানান তিনি। কাশ্মীরিদের প্রতি তার সংগঠন সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন হাফিজ। পাশাপাশি ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার পেছনে ভারতের ভূমিকার জন্য দেশটির ওপর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান তিনি।

কাশ্মীরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের তীব্র সমালোচনাও করেন তিনি।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস, জিনিউজ।