ভবিষ্যতে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিচার হবে: দুদু

SHARE

duduবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আজকে অসংখ্য ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বিতরন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাদের সনদ বাতিল করছেনা। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে তাদের চিহ্নত করে বিচার করা হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৫ ভূয়া মুক্তিযোদ্ধা সচিবসহ সনদ জালিয়তির সাথে জড়িত ১৮৬ সরকারী কর্মকর্তা-কর্মচারীর গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আজকে পাক হানাদারের  মতো সরকার সবকিছু দখল করে আছে। এই সরকার নির্বাচন ও সংসদ ব্যাবস্থাকে ধ্বংস করেছে। তারা র‌্যাব-পুলিশসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমার ইরানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সংগঠক শাহ মোহাম্মদ আবু জাফর, বীর মুক্তিযোদ্ধ ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।