কাশ্মিরে গেরিলা-সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ২১

SHARE

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দফায় দফায় গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য এবং ৬ জন গেরিলা রয়েছে। এ ছাড়া পুলিশ ও লস্করে তাইয়্যেবার ২ সদস্যসহ আরো ২ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে বলে ভারতের হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যদার কর্মকর্তা রয়েছেন।

আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মির সফর করার কথা। তার আগ মুহূর্তে এ ভয়াবহ হামলা হলো। শুক্রবার প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে কয়েক দফা সংঘর্ষ চলেছে।

এ ছাড়া কাশ্মিরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের কথা রয়েছে। তার আগের দিন নরেন্দ্র মোদি একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

গেরিলারা কাশ্মিরের সীমান্তবর্তী উরি শহরে ভারতীয় সেনাদের একটি ক্যাম্পে হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

প্রথম দিকে ৩ সেনা ও ২ পুলিশ নিহত হওয়ার খবর দিলেও পরে তা বেড়ে ১১ জনে দাঁড়ালো। গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর প্রায় ৬ ঘণ্টা সংঘর্ষ চলেছে।

এদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে লস্করে তাইয়্যেবার অন্তত দুই সদস্য নিহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে।

ওই খবরে দাবি করা হয়েছে, গেরিলাদের ছোড়া গ্রেনেডে নিহত হয়েছে ২ বেসামরিক ব্যক্তি।

এদিকে কাশ্মিরে সেনা ক্যাম্পে গেরিলা হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, পাকিস্তান থেকে এসব গেরিলা কাশ্মিরে আসছে এবং হত্যাকা- ও ধ্বসংযজ্ঞ চালাচ্ছে।