মাসুদুল হকের অপচিকিৎসা ও ক্ষমতার অপব্যবহার এখন মাগুরার ওপেন সিক্রেট ব্যাপার

SHARE

মাসুদুল হক নামধারী ডাক্তারের অপচিকিৎসা ও ক্ষমতার অপব্যবহার এখন মাগুরা শহরের একটি ওপেন সিক্রেট ব্যাপার, তার হাতে অপারেশন হওয়া অসংখ্য রোগী মারা যাচ্ছে ও অপারেশন পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছে | আসলে এই ডাক্তার রোগীদেরকে অপেরেশনের নামে ঠান্ডা মাথায় হত্যা করছেন ও মামলা থেকে বাঁচতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করছেন ও পরবর্তীতে সামান্য টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিচ্ছেন, তিনি এই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন | গ্রামের অসহায় রোগীদের উনি মাগুরা সদর হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে ভাগিয়ে নিয়ে নিজের প্রতিষ্ঠিত জাহান বেসরকারি ক্লিনিকে ভর্তি করিয়ে বিভিন্ন পর্যায়ে রোগীদের হেনস্থা করেন ও অতিরিক্ত টাকা আদায় করেন | এভাবে উনি অনেক বিত্তবৈভবের মালিক হয়েছেন ও মাগুরা শহরে ১০ তলা সুবিশাল ভবন নির্মাণ করেছেন | গত ৩০/০১/২০১৯ তারিখে আমাদের জেলা প্রতিনিধি মো ফেরদৌস রেজা “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্বাস্থ্যখাতের দুর্নীতি নির্মূল কর্মসূচি” র অংশ হিসেবে মাসুদুল হকের উপর রিপোর্ট ও তার প্রতিষ্ঠানের একটি ছবি তুলতে গেলে মাসুদুল হক তার কর্মচারী দিয়ে শাসিয়ে দেন ও জীবন নাশের হুমকি দেন ও পরে ১ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করবেন বলে শাসিয়ে দেন | এব্যাপারে আমাদের প্রতিনিধি মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন | কথিত আছে এই মাসুদুল হক টাকার বিনিময়ে সব কিছু কিনে ফেলতে পারেন ও বার বার মাসুদুল হকের কারণে জনগণের কাছে মাগুরার রাজনৈতিক নেতাদের গ্রহণ যোগ্যতা কমে যাচ্ছে |