খাশোগি হত্যাকাণ্ড : আন্তর্জাতিক তদন্ত করবে তুরস্ক

SHARE

গত অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু এ কথা জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানা গেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খাশোগির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। গোপন চুক্তি ও লেনদেনের মাধ্যমে খাশোগি হত্যাকাণ্ডকে বিশ্ব জনমতের দৃষ্টি থেকে আড়াল করা হয়েছে।

তিনি বলেন, আমরা বিষয়টিকে সহজে ছাড়বো না। এ হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চালাবে তুরস্ক।

সূত্র : হার্টজ নিউজ, আল-জাজিরা