ডিএনসিসি উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ইসি সচিব

SHARE

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার বিকেলে এ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব।

তিনি জানান, উত্তর সিটির উপ-নির্বাচন এবং ১৮টি করে উত্তর ও দক্ষিণের ৩৬ সাধারণ নির্বাচন হবে। মেয়র পদে শূন্য আসনে উপ-নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।