ফাইভজি চালু হবে ২০২০ সালে’

SHARE

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর পর সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফাইভজি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকে পঞ্চম প্রজন্মের এই ইন্টারসেবা পেতে পারে মানুষ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন- বিটিআরসি’র কমিশনার আমিনুল হাসান গতকাল বুধবার এক অনুষ্ঠানে বলেছেন, ২০২০ সালে সরকার মোবাইল ফোন অপারেটরগুলোকে ফাইভজির জন্য লাইসেন্স প্রদান শুরু করবে।

সে হিসেবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকেই এই ইন্টারনেট সেবা পাবেন। তিনি আরও বলেন, এই সেবা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার মোবাইল ফোন অপারেটর কোম্পানির হাতে ৪জি লাইসেন্স প্রদান করে। এর মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ইন্টারনেট যুগের সূচনা হয়। এরইমধ্যে দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী সেই সেবা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহারে ফাইভজি চালুর প্রতিশ্রুতি দেয়া হয়।