রোহিঙ্গাদের দেখতে আজ আসছেন জাতিসংঘের দূত

SHARE

কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর পরিদর্শন করতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। তিনি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন এবং ভাসানচরে সম্ভাব্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত থাইল্যান্ড ও বাংলাদেশে ১১ দিনের সফর করছেন। আজ তিনি থাইল্যান্ড থেকে সরাসরি ঢাকা আসবেন। তবে মিয়ানমারে যাওয়ার অনুমতি পাননি তিনি।

সফরকালে লি নোয়াখালীর ভাসানচরেও যাবেন। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এজন্য দ্বীপটিতে প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হয়েছে।

জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, জাতিসংঘের এ বিশেষ দূত চলতি সফর থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া মানবাধিকার কাউন্সিলের ৪০তম অধিবেশনে উপস্থাপন করবেন।

মিয়ানমার সরকারের অসহযোগিতার কারণে সেখানে প্রবেশ করতে পারছেন না জাতিসংঘের বিশেষ দূত।

২০১৭ সালের আগস্ট থেকে প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ফলে শরণার্থীদের চাপে কক্সবাজারের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।