প্রশ্ন ফাঁস: তদন্ত কমিটি গঠন

SHARE

image_76266_0প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি দ্বিতীয় দিনের পরীক্ষা স্থগিতের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ড এই তদন্ত কমিটি গঠন করে।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ, বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী, সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. মঞ্জুরুল কবীর এবং উপ-পরিচালাক (হিসাব) ফজলে এলাহী।

কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত ৩ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।