শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত না থাকলে কলেজ বন্ধ : শিক্ষামন্ত্রী

SHARE

nahid26শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত না থাকলে কলেজ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিত করতে হবে। নইলে ঐসব কলেজ বন্ধ করে দেয়া হবে।

শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ কলেজ অধ্যক্ষ অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কোচিংয়ে চলে যায়। অধিকাংশ শিক্ষকরাও এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। কলেজে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অধ্যক্ষদের উদ্দেশ্য করে তিনি বলেন, যখন দায়িত্ব নিয়েছেন তখন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেই হবে। না পারলে বলবেন পারছি না।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক কলেজে বার্ষিক ক্যালেন্ডার থাকতে হবে। কোন দিন ক্লাস, ছুটি তার উল্লেখ করতে হবে।

নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিসের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।