৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি

SHARE
Brazilian superstar Neymar poses with his new jersey during his official presentation at the Parc des Princes stadium on August 4, 2017 in Paris after agreeing a five-year contract following his world record 222 million euro ($260 million) transfer from Barcelona to Paris Saint Germain's (PSG). Paris Saint-Germain have signed Brazilian forward Neymar from Barcelona for a world-record transfer fee of 222 million euros (around $264 million), more than doubling the previous record. Neymar said he came to Paris Saint-Germain for a "bigger challenge" in his first public comments since arriving in the French capital. / AFP PHOTO / Lionel BONAVENTURE (Photo credit should read LIONEL BONAVENTURE/AFP/Getty Images)

লা লিগায় সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি উঠলেন নতুন চূড়ায়। এইবারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতায় ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনা অধিনায়ক।
এই মাইলফলক স্পর্শ করতে মেসির খেলতে হয়েছে ৪৩৫টি ম্যাচ। যেখানে এসিস্ট রয়েছে ১৫৯টি।
মেসির প্রতিদ্বন্দ্বী যাকে ধরা হয় সেই রোনালদোর থেকে ৬৩টি ম্যাচ কম খেলে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। রোনালদো বর্তমানে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করে শীর্ষ ৫ দেশের ক্লাবগুলোর ভেতর সর্বোচ্চ গোলদাতার চূড়ায় রয়েছেন। যেখানে মেসি ৪৩৫টি ম্যাচে ৪০০ গোল করে রোনালদোর থেকে ৯ গোলে দূরে রয়েছেন।
মেসি তার ৪০০ গোলের ভেতর জানুয়ারি মাসে ৫২টি, ফেব্রুয়ারি মাসে ৪৫টি, মার্চ মাসে ৫৯টি, এপ্রিল মাসে ৪৩টি, মে মাসে ৩৫টি, জুন মাসে ৪টি, আগস্ট মাসে ১৮টি, সেপ্টেম্বর মাসে ৪৮টি, অক্টোবর মাসে ৩২টি, নভেম্বর মাসে ৩০টি, ডিসেম্বর মাসে ৩৪টি গোল করেন।
লা লিগায় ৪০টি দলের মুখোমুখি হয়ে ৩৭টি দলের বিপক্ষেই গোল করেছেন মেসি। ৪৩টি ভিন্ন স্টেডিয়ামে খেলে ৩৫টি ভিন্ন স্টেডিয়ামে গোল করেছেন। ৩৫টি শহরে খেলে ২৯টি শহরেই গোল করেন। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে করেন ২৩১টি গোল এবং প্রতিপক্ষের মাঠে করেন ১৬৯টি গোল।
লা লিগায় মেসি সবচেয়ে বেশি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে ২৫টি। এর পরে রয়েছে এটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২৩টি, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২২টি, ওসাসুনার বিপক্ষে ২১টি, এস্পানিওল ও লা করুনার বিপক্ষে ২০টি, লেভান্তের বিপক্ষে ১৯টি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১৮টি।
মেসির ৪০০ গোলের ৩২৭টি এসেছে বা পা থেকে, ৫৮টি এসেছে ডান পা থেকে, হেড দিয়ে করেছেন ১৪টি গোল এবং হাত দিয়ে করেছেন ১টি গোল।
ম্যাচের ভেতর ১-১৫ মিনিটের ভেতর করেছেন ৪০টি গোল, ১৬-৩০ মিনিটে করেছেন ৬৬টি গোল, ৩১-৪৫ মিনিটে করেছেন ৬৩টি গোল; প্রথমার্ধে সব মিলিয়ে করেছে ১৬৮টি গোল। ৪৬-৬০ মিনিটে করেছেন ৬২টি গোল,৬১-৭৫ মিনিটে করেছেন ৬৪টি গোল, ৭৬-৯০ মিনিটে করেছেন ১০৫টি গোল; দ্বিতিয়ার্ধে সব মিলিয়ে করেছেন ২৩০টি গোল।
বিভিন্ন স্টেডিয়ামের ভেতর বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে করেছেন ২৩১টি গোল। রিয়াজোর স্টেডিয়ামে ১৩টি এবং বার্নাব্যুতে ১১টি গোল করেছেন মেসি।