ট্রাম্পের ‘রাশিয়া সম্পর্ক’ নিয়ে তদন্তে এফবিআই

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে রাশিয়ার পক্ষে কাজ করছেন কি না, তা নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছিল। তবে বর্তমানে সে তদন্ত কোন পর্যায়ে আছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

২০১৭ সালের মে মাসে ট্রাম্প এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর সে তদন্ত শুরু করেছিল বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ট্রাম্প জেনে অথবা না জেনে মস্কোর পক্ষে কাজ করছেন কি না এবং তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না, তা নিয়ে তদন্তটি শুরু করা হয়েছিল।

তবে এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের বিরুদ্ধে ওই তদন্তের খবর ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকবি স্যান্ডার্স।