দারিদ্র্য হ্রাসে সাফল্য পাবে বাংলাদেশ

SHARE

ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতিতে এ বছর আরো সাফল্য অর্জন করবে বাংলাদেশ। ২০১৯ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আসবে ৭.৫ শতাংশ। সম্প্রতি এমন তথ্য দিয়েছে দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জিইএফ)।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসোক) সংস্থা জিইএফ সম্প্রতি ২০১৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস দিয়েছে। এতে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, আমেরিকা-চীন বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। দেশে যেসব অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে, সেখানে এই বিনিয়োগ আসতে পারে।

বিশেষ করে বিদ্যুৎ খাতে বিপুল বিনিয়োগ আসবে। তাঁদের মতে এ খাতে ২০১৯ সালে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। জিইএফের প্রেসিডেন্ট এনায়েত করিম বলেন, এ বছর দেশে রপ্তানির বিপরীতে বিপুল পরিমাণ আমদানি হবে। তাই ব্যালান্স অব পেমেন্টের ঘাটতি থাকবে ১৭ হাজার ৫০০ কোটি টাকা।

জিইএফের বাংলাদেশ-বিষয়ক প্রেসিডেন্ট মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এ বছর দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করবে। সম্পদের সুষম বণ্টনের কারণে দারিদ্র্যের পরিমাণ দাঁড়াবে ২১.৮ শতাংশ।

জিইএফের বাংলাদেশবিষয়ক সেক্রেটারি জেনারেল মামুন-উর রশিদ বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের চাকরি যাওয়ার কারণে প্রবাসী আয় হয়তো বাড়বে না। তবে নতুন শ্রমবাজার পাওয়া যাবে এবং মজুরিও বাড়বে।