নির্বাচনী সহিংসতার বাড়ি-ঘর পরিদর্শনে বিএনপি মহাসচিব

SHARE

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে বেগমগঞ্জে শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শাহিনের আগুনে পুঁড়ে যাওয়া বাড়ি-ঘর দেখেতে যান। তিনি ক্ষতিগ্রস্থ নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যসহ এলাকাবাসীর সাথে কথা বলেন।

ভোটের দিন সকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা চালায় এবং বাড়ি-ঘর আগুনে পুড়ে যায়।

এসময় তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একাদশ সংসদ নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত সহিংসতা ঘটিয়ে সারা দেশে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে নোয়াখালীতে আমাদের একজন বোন ধর্ষিত হয়েছেন। নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন দিয়েছে,লুটপাট করেছে, আহত করেছে। ওরা দানবে পরিনত হয়েছে।ন্যাক্কারজনক এ ঘটনার মাধ্যমে দেশ আবারো অন্ধকার যুগে প্রবেশ করলো। এই বিচারের ভার জাতির কাছে দিলাম।

এ সময়ে নোয়াখালীর দলের ভাইস চেয়ারম্যান মো:শাজাহান এবং বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীম আরা লাকীসহ নেতারা উপস্থিত ছিলেন।