ভোট দিলেন শেখ হাসিনা

SHARE

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে গণভবন থেকে ওই কেন্দ্রে পৌঁছান তিনি। পরে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, ভোট হচ্ছে মানুষের অধিকার। আমরা চাই, শান্তিপূর্ণ পরিবেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এসময় তিনি আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।