আইপিএল খেলতে মুখিয়ে আছেন পিটারসেন

SHARE

ipl-10ইংলিশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বলি হতে হয়েছে তাকে। অসময়েই বিদায় জানাতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকে। তাতে মনে হয় খুব একটা মন খারাপ নয় দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত সাবেক ইংল্যান্ড স্টার কেভিন পিটারসেনের। বরং কিছুদিন বিরতির পর আইপিএল শুরু করতে পেরে যারপরনাই খুশি তিনি।

আর কখনোই দেশের হয়ে খেলবেন না_ এমন আক্ষেপ তার কণ্ঠে ঝরলেও মঙ্গলবার কেপি বলেছেন, ‘ক্রিকেট থেকে কিছুদিনের বিরতিটা অসাধারণ ছিল এবং আমি আসলেই আইপিএল খেলার জন্য মুখিয়ে আছি। গত মার্চে যা হয়েছে তার সঙ্গে এখন যা করছি তার কোনোই সম্পর্ক নেই। আমি এখানে কোনো কিছু তৈরি করতে আসিনি। সে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি ক্রিকেট খেলি না।’

আইপিএল খেললেও কারও কাছে কিছু প্রমাণের নেই বলে মন্তব্যও করে পিটারসেন বলেন, ‘গতবার ইনজুরির কারণে খেলতে না পারলেও এবার আবারও খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। কারণ, আমি টুর্নামেন্টকে খুব ভালোবাসি। আমি বিশ্বের প্রতিটি প্রান্তে ক্রিকেট খেলেছি এবং প্রায় এক দশক ধরে খেলার পর আমার মনে হয় না, কারও কাছে আমার আর কিছু প্রমাণের আছে।’

আইপিএলে গত মৌসুমে ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার তিনি দিলি্ল ডেয়ারডেভিলসের দ্বিতীয় সর্বোচ্চ ১.৫ মিলিয়ন ডলারে ক্রয় করা ক্রিকেটার। দলটি ২.১ ডলারের সর্বোচ্চ মূল্যে কিনেছে উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিককে। তাদের দু’জনকেই দেওয়া হয়েছে দল সামলানোর ভার। আইপিএলের সপ্তম এ মৌসুমে পিটারসেন দিলি্ল ডেয়ারডেভিলসের নেতৃত্ব দেবেন। তার সহকারী থাকবেন দিনেশ কার্তিক।

অধিনায়ক কেপি তার দল সম্বন্ধে মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘আমরা একটা প্রতিভাবান দল গড়েছি। দলটা অনেক আন্তর্জাতিক, ভারতীয় ও ঘরোয়া ক্রিকেটারের সমন্বয়ে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবারই বোধের মধ্যে এটা কাজ করানো যে এটা তাদের নিজের দল।’